#

মুক্তিযুদ্ধে নিরব অবদানকারী লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে নিয়ে প্রথম সংবাদ প্রচার করায় সেই সাংবাদিককে সংবর্ধিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সংবাদ প্রকাশের মাধ্যমে লুসি হল্টের মানব কল্যানের অবাদান প্রথম তুলে ধরেছিলেন ডিবিসি নিউজ’র স্টাফ রিপোর্টার অপুর্ব অপু। পরে লুসি হল্টকে মহান বিজয় দিবস-২০১৭ তে সংবর্ধিত করেছিল নগর পুলিশ।

আর একজন মানব দরদী নারীর অবাদান তুলে ধরায় এবার স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক দেওয়া হলো সাংবাদিক অপূর্ব অপুকে। আন্তজাতিক নারী দিবস-২০১৮ ভিকটিম সাপোর্ট সেন্টার আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক অপুর্ব অপুকে ক্রেষ্ট প্রদান করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন। পরে পুলিশ কমিশনার বলেন- নারী পুরুষর বৈষম্য দূর না হলে কখনই কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। নারীর মর্যাদা রক্ষায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে তিনি মিডিয়ার ভূমিকার কথা তুলে ধরেন। এ সময় অনুসন্ধানি সাংবাদিকতায় উদ্ধুদ্ধ হওয়ার আহ্বান জানান পুলিশ কমিশনার।

অনুষ্ঠানে ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ সহকারী কমিশনার শাহনাজ পারভীন’র সঞ্চালনায় নারী দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন- উপ-পুলিশ কমিশনার (সদর) কামরুল আমিন, উপ পুলিশ কমিশনার (দক্ষিন) মো: গোলাম রউফ খান, উপ পুলিশ কমিশনার (উত্তর) হাবিবুর রহমান খান, উপ পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মো: জাহাঙ্গির মল্লিক, উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংগঠনের অংশগ্রহনকারীরা। পরে অনুষ্ঠানস্থল ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পুলিশের বাদক দলের পরিবেশনায় ঢাক ঢোল বাজিয়ে আনন্দঘন পরিবেশে বেগুনী রঙের ফুল আর বেলুন নিয়ে র‌্যালিটি অশি^নী কুমার হল চত্ত্বর ঘুরে আবার অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

সাংবাদিক অপূর্ব অপু তার প্রতিক্রিয়ায় বলেন, নগর পুলিশ পরিবারের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়াটা সত্যি আমার অনেক বড় পাওয়া। আর এমন আয়োজনে সাংবাদিক পুলিশের মধ্যে আরো সুসম্পর্ক স্থাপন ছাড়াও, এর কারনে অনুসন্ধানী সাংবাদিকতা বাড়বে। তাতে করে সমৃদ্ধ হবে আমাদের দেশ, দূর হবে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা

ফটোগ্যালারীঃ

অপূর্ব অপু

Image may contain: 7 people, people smilingImage may contain: 3 people, people smiling, people standing and flower

Image may contain: 21 people, people smiling, people standing and text

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন