৮ জন মেয়র ও ১৫২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র জমা

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে রাজনৈতিক দল মনোনীত প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। গতকাল দিনভর পর্যায়ক্রমে মনোনয়ন পত্র দাখিল করেন তারা। মনোনয়ন পত্র দাখিল করেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি, বাসদ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীরা। এছাড়া জাতীয় পার্টির একজন বিদ্রোহী প্রার্থীও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

অপরদিকে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি মনোনয়নপত্র জমা দেননি। এছাড়া ৩০টি সাধারন ওয়ার্ডে ১১৪জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে বিভিন্ন দল সমর্থিত ও স্বতন্ত্র ৩৮জন প্রার্থী। গত ৩০মে নির্বাচন কমিশন ঘোষিত বরিশাল সহ ৩সিটি নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল ২৮ জুন ছিলো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

 

গতকাল বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সাদিক আবদুল্লাহ, বিএনপি মনোনীত সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টি মনোনীত ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট এ,কে আজাদ, বাসদের ডা. মনিষা চক্রবর্তী, খেলাফত মজলিসের একেএম মাহাবুব এবং জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বশির আহম্মেদ ঝুনু অনুসারী নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। গতকাল বেলা ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ উপস্থিত সাংবাদিকদের বলেন, আলাদা করে তার কোন নির্বাচনী ইশতেহার নেই। সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতেই মানুষ নৌকা মার্কায় ভোট দেবে বলে প্রত্যাশা করেন সাদিক।

অপরদিকে গতকাল দুপুর আড়াইটার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপি’র মেয়র প্রার্থী ও বরিশাল সিটির প্রথম সাবেক মেয়র সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরেয়ার বলেন, সরকার তার প্রয়োজনেই সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হবে। বরিশাল সিটির ভোটে কোন অনিয়ম হলে তার সমূদয় দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন তিনি। মেয়র পদে ৮জন ছাড়াও ৩০টি সাধারন ওয়ার্ডে ১১৪জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর আগে মেয়র পদে মোট ৯জন এবং সাধারন ওয়ার্ডে ১৩৯জন ও সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্ধিতার জন্য ৪৩জন আগ্রহী নারী-পুরুষ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আগামী ১ ও ২ জুলাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ জুলাই। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ভোট গ্রহন।