#

পাপ্পু সাহা, দাকোপ, প্রতিনিধিঃ- খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তায় বুয়েট ইকো টুরিজিয়াম প্রজেক্ট কতৃক ইকোপার্ক তৈরির বিরুদ্ধে আলোচনা ও প্রতিবাদ সভা ১ জুন শনিবার বিকাল চারটায় ঢাংমারী, ভোজনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এলকার হাজার বিক্ষিপ্ত জনতার উপস্হিতে অনুষ্ঠিত হয়। শ্রী বীরেন্দ্রনাথ বৈদের সভাপতিত্বে বানীশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী সুদেব কুমার রায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ তরুন সমাজ সেবক সত্যজিৎ গাইন, দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি স্বপন কুমার রায়, রিপোর্টাস ক্লাবের সদস্য মিজানুর রহমান, পাপ্পু সাহা, সমাজ সেবক বিনয় কৃষ্ণ সরদার, সাবেক ইউপি সদস্য শ্রী নিহার রায়, ,দিপংকর বৈদ্য, ইউপি সদস্য নিমাই চন্দ্র রায়, শিক্ষক মনোরঞ্জন গাইন, মন্টু কুমার রায়, প্রভাষক প্রলয় কুমার মজুমদার, অশোক কুমার বৈদ্য, বক্তরা তাদের বক্তব্যে বলেন বানীশান্তা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সম্পুন্ন এবং ৫,৭,৮,৯ এর কিছু অংশ বেসরকারী প্রতিষ্ঠান বুয়েট ইকোটুরিজিয়াম কতৃক একটি জরিপ করছে স্থানীয় কিছু দালাল চক্রের সাহায্যে। এই অঞ্চলের প্রায় মানুষ মৎস্য জীবি। অনতিবিলম্বে বুয়েট ইকোটুরিজিয়াম পার্ককে প্রতিহত করার জন্য দৃড় প্রত্যায় ব্যাক্ত করেন।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন