হতভাগ্য দুই যাত্রীর স্বজনদের খুঁজছে দূতাবাস

লেখক:
প্রকাশ: ৭ years ago

নেপালে বিধ্বস্ত ইউএস–বাংলা উড়োজাহাজ থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া দুজনের কোনো স্বজন নেপালে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেননি।

নিহত হতভাগ্য ওই দুই যাত্রী হলেন- বিলকিস আরা ও পিয়াস রায়। তাদের দুজনের ব্যাপারে দূতাবাসে এখনও কেউ যোগাযোগ করেননি।

ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাদের নাম ও পাসপোর্ট নম্বর সংগ্রহ করা হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্নের সময় তাদের ছবিও সংগ্রহ করেছে দূতাবাস।

গত সোমবার দুর্ঘটনার পর এখন পর্যন্ত ওই দুই যাত্রীর কোনো স্বজন তাদের খোঁজে আসেননি। বাংলাদেশি ওই দুই যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও ছবি প্রকাশ করে তাদের স্বজনদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নেপালে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি আল আলিমুল ইমাম।

আলিমুল বলেন, যাত্রীদের একজনের নাম বিলকিস আরা ও অপরজনের নাম পিয়াস রায়। এদের দুজনের ব্যাপারে দূতাবাসে কেউ কোনো যোগাযোগ করেননি। তিনি এই যাত্রীর স্বজনদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।