সংখ্যালঘুদের হামলা নির্যাতনের প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ years ago

পিরোজপুর প্রতিনিধিঃ খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের চারটি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর, পটুয়াখালীর কলাপাড়া রাখাইন পল্লীতে হামলা নির্যাতন ও মৌলভীবাজারের কুলাউড়া সহ সারাদেশে সংখ্যালঘু নির্যাতন ঘটনার প্রতিবাদে কাউখালীতে এক মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় ।
কাউখালী কেন্দ্রীয় আখড়া বাড়ী সম্মুখ সড়কে ১১ আগষ্ট বিকাল চারটায় আয়োজিত ঘন্টাব্যাপী  এ  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পরিতোষ সমাদ্দার ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক সুব্রত রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী রতন, উপজেলা পূজা পরিষদ ও ঐক্য পরিষদের উপদেষ্টা মহেন্দ্রনাথ ব্যাপারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কিরণ চন্দ্র হালদার, ইন্দ্রজিৎ পাল, কার্যনির্বাহী সদস্য বিপ্লব চন্দ্র কুন্ডু, মতুয়া আশ্রমের যুগ্ম সম্পাদক রিপন শিকদার, যুব ঐক্য পরিষদের সভাপতি সুজন আইচ ও ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক হৃদয় দে প্রমুখ ।
এছাড়া মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেন  কাউখালী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  আওয়ামী লীগ নেতা আমিনুর রশিদ মিল্টন ও আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ কাইয়ুম । মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বী শতাধিক লোক অংশ নেয় ।
মানববন্ধন সমাবেশ থেকে খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাসহ সারা দেশে সংঘটিত ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ঘটনার সুষ্ঠু বিচারের স্বার্থে আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয় ।