মেসির চেয়েও নিখুঁত ফুটবল খেলবে রোবট!

লেখক:
প্রকাশ: ৭ years ago

একের পর এক ব্যালন ডি’অর জিতে চলেছেন লিওনেল মেসি। তাকে বিশ্বের সেরা ফুটবলারের খেতাবও দেয়া হয়।

কিন্তু তার এই আকর্ষণীয় ক্ষমতার অধিকারী হওয়ার তকমা আগামী তিন দশকের মধ্যেই রোবট নিয়ে নিচ্ছে।

সেই রোবট ফুটবলার আর ভালো ড্রিবল করবেন, জোরে শট নেবেন, জোরে দৌড়াবেন, শট নিতে আরও উঁচুতে লাফাবেন এবং তার পাসগুলোও হবে আরও বেশি নিখুঁত।

ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে লেখালেখি করেন সাবেক সাবেক সাইবারনেটিক ইঞ্জিনিয়ার ড. ইয়ান পিয়ারসন। তিনিই এমন দাবি করেছেন। বলেছেন, আগামী ২৮ বছরের মধ্যেই মেসির প্রতিদ্বন্দ্বী রোবটের নিখুঁত ফুটবল খেলা দেখতে পারবে বিশ্ব। সূত্র : ব্রিটেনের ডেইলি স্টার