মধ্যরাত থেকে শুরু হজ ফ্লাইট

লেখক:
প্রকাশ: ২ years ago

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আজ শনিবার (২০ মে) রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবে। এর আগে রাত সাড়ে ১২টায় বিমানবন্দরের টার্মিনাল-২ এর কনকোর্স হলে ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

শনিবার (২০ মে) বিকেলে প্রতিমন্ত্রীর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে, প্রথম ফ্লাইটে কতজন যাত্রী যাবেন, তা নিশ্চিত বলতে পারেননি আশকোনা হজ অফিসের সংশ্লিষ্টরা। ইমিগ্রেশন হওয়ার পর প্রথম ফ্লাইটের হজযাত্রীর সংখ্যা নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছেন তারা।

 

এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে কথা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করবে অর্ধেক এবং বাকি হজযাত্রী বহন করবে সৌদিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স।