#

চলুন যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে
ফিরে আসুন,সকলের কল্যানে।

———– সোহেল আহমেদ।

চলুন যাই যুদ্ধ,মাদকের বিরুদ্ধে
খুশি হবে বাবা-মা,
সন্তানের স্বপ্ন যখন
হচ্ছে বিলিন মাদকের ছোবলে।

http://bangla.earthtimes24.com
সোহেল আহমেদ

কি হবে বেঁচে থেকে
সমাজ যখন করে অপমান,
আদরের সন্তান বোঝেনা
চলে যাচ্ছে বাবা-মার সম্মান।

মাদকের ছোবলে নস্ট স্বজন
পারিনাগো মুখ দেখাতে,
কুটকথায় ছাড়েনাগো ছাড়েনা
প্রতিবেশি কাজের মেয়ে রহিমা।

ওগো আমার পুলিশ ভাই
আছেন যত সৎ অফিসার,
মাদক প্রশ্নে আছে অভিযোগ
ব্যক্তির দোষে করব না
পুলিশ সংস্থার দোষারোপ।

পুলিশ বলি যাই বলি
ভালো মন্দ আছে সবখানে,
সততার বিজয় দেখলে
পুলিশের গুনগান গায় হাজার মানে।

মাদকের রুপ যেনো
হায়নায় পরিনত,,,!
প্রশাসনের সহোযোগীতায় হলে নির্মুল
জনগণের দোয়া থাকবে অভিরত,,,,,,।

হ্যালো মাদকসেবী ভাইয়েরা
চিন্তা করে দেখুন একবার,
পড়েন যদি বিপদে
কি হবে বাবা মা বউ বাচ্চার?

চলুন যাই যুদ্ধে
মাদকের বিরুদ্ধে,
বিপদের পথ থেকে
ফিরে আসুন সকলের কল্যানে,,,

লেখক: সোহেল আহমেদ।

http://bangla.earthtimes24.com
সোহেল আহমেদ

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন