 
                                            
                                                                                            
                                        
শামীম আহমেদ ॥ বরিশালে গোপন সংবাদের ভিত্তিতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে বরিশাল নগরীর কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার এসআই মো. আহসানউল্লাহ’র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা হলেও তারা নগরীতে ভাড়া বাসা নিয়েই র্দীঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।
অভিযানের নেতৃত্বে থাকা এসআই আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মুখ অভিযান চালিয়ে আবুল বাশার আকন এবং আকতারুজ্জামানকে আটক করা হয়।
এবং তাদের সাথে থাকা ব্যাগ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। এবং সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রবিার আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণ করেন।