যৌতুক দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় প্রতিবন্ধী স্বামী রিয়াজ মাতুব্বরকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। বুধবার (২৭ জুন) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফারুক হোসাইন এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত রিয়াজ মাতুব্বর ভোলা সেকাম এলাকার নাছির মাতুব্বরের ছেলে। রায় ঘোষণার সময় রিয়াজ আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২০ জুলাই প্রতিবন্ধি (হাতকাটা) রিয়াজ মাতুব্বরের সাথে মেহেন্দিগঞ্জ কালিকাপুরের তালাকপ্রাপ্ত ফাতেমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর ২০১৬ সালের ১৪ নভেম্বর প্রতিবন্ধীর সুযোগ নিয়ে রিয়াজ ব্যবসা করার কথা বলে তার স্ত্রীর কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন। স্ত্রী টাকা দিতে অপারগতা জানালে রিয়াজ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। একই বছর ৯ ডিসেম্বর ফাতেমার বাবার বাড়িতে শালিস বৈঠক বসে। সেখানে রিয়াজ পুনরায় ১ লাখ টাকা দাবি করেন।
ওই টাকা না দিলে সে তালাকপ্রাপ্ত স্ত্রীকে সংসারে ফেরত নিবে না বলে জানিয়ে দেন। এ ঘটনায় ১২ ডিসেম্বর মামলা দায়ের করে স্ত্রী ফাতেমা বেগম। আদালত ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।’