বরিশালের বানারীপাড়ায় সেতুর রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা লাগায় চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী নারী। তারা চাচি-ভাতিজা।
বানারীপাড়ার রায়েরহাট সেতুর ওপর সোমবার দুপুরে এই দুর্ঘটনা হয়। নিহত যুবকের নাম মো. সাগর। আহত হয়েছেন তার চাচি ঝিলিক বেগম। তাদের বাড়ি বানারীপাড়ার কাঁচাবালিয়া এলাকায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাচিকে নিয়ে মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন সাগর। ওই সেতুতে ওঠার পর তিনি নিয়ন্ত্রণ হারালে বাইকটি গিয়ে রেলিংয়ে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।