বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১২৮৮ জনে। অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২২০ জন রুগী। জেলায় মৃত্যুবরণ করেছে ১৯ জন ব্যক্তি। আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী উজিরপুর উপজেলার বাসিন্দা ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন নার্স, ১ জন স্টাফ মোট ৪ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত মুনসুর কোয়ার্টার, আলেকান্দা, ব্রাউন কম্পাউন্ড, ফিশারি রোড, সাগরদী, বটতলা, শাহ পরান সড়ক প্রত্যেক এলাকার বাসিন্দা ১ জন করে মোট ৭ জনসহ মোট ১৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
আজ ২৩ জুন মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ১৩ জনের রিপোর্ট পরেজটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ১৩ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ৩৫৩ জন নারী এবং ৯৩৫ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৬৭ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৯৮২ জন, ৫০ থেকে তার উর্ধে ২৩৭ জন। আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ২ বছরের শিশু এবং ৬০ বছরের বৃদ্ধ বয়সী রোগী রয়েছে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ৯৯৪, সদর উপজেলা ২১ জন (রায়পাশা কড়াপুর-২, শায়েস্তাবাদ-৩, টুংঙ্গীবাড়িয়া-২, চাঁদপুরা, জাগুয়া-৪, চরকাউয়া-৫ এবং চরমোনাই-৩, কাশিপুর), উজিরপুর ৪৮ জন, বাবুগঞ্জ ৪৬ জন, গৌরনদী ৪২ জন, বাকেরগঞ্জে ৩২ জন, বানারীপাড়া ৩১ জন, মুলাদী ২৭ জন, মেহেন্দীগঞ্জ ২৩ জন, আগৈলঝাড়া ১২জন এবং হিজলা ১২ জনসহ মোট ১২৮৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আজ ৪ জনসহ মোট ১৭১ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি এ জেলায় ১৯ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেন। মুলাদী উপজেলায় ৩ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, বরিশাল মহানগরীর আলেকান্দা এলাকার ২ জন, রুপাতলী চান্দুর মার্কেট এলাকায় ১ জন, ভাটিখানা এলাকার ২ জন, রাহাত আনোয়ার হাসপাতালের ১ জন, বাজার রোড এলাকার ১ জন, বাংলাবাজার এলাকার ১ জন, অক্সফোর্ড মিশন রোড এলাকার ১ জন, সদর উপজেলার ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ৩ জন, গৌরনদী উপজেলায় ১ জন, বানারীপাড়া উপজেলায় ১ জন। গতকাল ২২ জুন শেবাচিম এর রিপোর্ট অনুযায়ী মুলাদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে, এর আগে মেহেন্দীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা শনাক্ত হয় এনিয়ে জেলায় ২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্রান্ত। গতকাল হিজলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এর করোনা শনাক্ত হয়েছে এনিয়ে ১ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত। বানারীপাড়া উপজেলা ১ জন ভূমি অফিস সহকারী, বাকেরগঞ্জ উপজেলার ১ জন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের ১ জন গাড়িচালক, ২ জন ইউনিয়ন পরিষদ সচিবসহ অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৫ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।