বরিশাল নগরীর অন্যতম বানিজ্যিক এলাকা গীর্জা মহল্লা ও চকবাজার এলাকার যানজট নিরসনে লক্ষে সড়কটিকে ওয়ান ওয়ে সড়ক ঘোষনা করেছে পুলিশ। এ দুটি সড়কে এখন থেকে প্রবেশের জন্য এক পথ এবং বের হওয়ার জন্য অন্য পথ ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে। গতকাল শনিবার কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর ফলপট্টি মোড় থেকে এই কার্যক্রম শুরু করেন।
এসময় মহানগর পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) রাসেল আহমেদ ও কোতয়ালী মডেল থানার ওসি মো. নূরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার এবং ওসি নিজে দাড়িয়ে থেকে যানবাহন চালকদের নির্দিষ্ট রুটে চলাচলের জন্য উৎসাহিত করেন। ওসি নুরুল ইসলাম জানান, নগরীর অন্যতম বানিজ্যিক এলাকা গ্রীর্জা মহল্লা, চক বাজার ও কাটপট্টি। যানবাহন চলাচলের কারনে এখানে যানজট নিত্য দিনের ভোগান্তিতে পরিনত হয়েছে। এর ফলে দুর্ঘটনাও ঘটে থাকে। তাই ব্যস্ততম গীর্জা মহল্লা ও চক বাজারকে যানজট মুক্ত করতে দুটি সড়ককে ওয়ান ওয়ে সড়ক হিসেবে ঘোষনা করা হয়েছে। এখন থেকে সড়ক দুটিতে একই স্থান হতে যানবাহন প্রবেশ এবং বাহির হতে পারবে না।
প্রবেশের জন্য এক পথ এবং বাহির হওয়ার জন্য অন্য পথ ব্যবহার করতে হবে। শুধুমাত্র রিক্সা-ভ্যানই নয়, মোটর সাইকেল থেকে শুরু করে সব ধরনের যানবাহনকে এ নিয়ম মেনে চলাচল করতে হবে। না হলে সংশ্লিষ্ট যানবাহনের চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ওসি বলেন, সিটি কর্পোরেশনের সামনে থেকে ও ফলপট্টি হয়ে এখন আর চক বাজার সড়কে প্রবেশ করা যাবে না।
একই ভাবে সদর রোডস্থ ফাতেমা সেন্টারের মুখ থেকে কোন যানবাহন গীর্জা মহল্লায় প্রবেশ করতে পারবে না। চক বাজারে প্রবেশ করতে হলে কাটপট্টি, লাইন রোড ও পোর্ট রোড ব্রিজের পাশ থেকে ঢুকতে হবে। কিন্তু এই সড়ক হয়ে কোন যানবাহন বের হতে পারবে না।
এগুলো বের হতে হলে ফলপট্টি, সিটি কর্পোরেশনের সামনে এবং গ্রীর্জা মহল্লা হয়ে বের হতে হবে। এমন নিয়ম চালুর প্রথম দিনই গীর্জা মহল্লা ও চক বাজার সড়ক যানজট মুক্ত ছিলো বলে জানিয়েছেন ওসি মো. নুরুল ইসলাম। তাই সকল প্রকার যানবাহন মালিক, শ্রমিক এমনকি যাত্রীদের নিময় মেনে সড়কে যান চলাচলের অনুরোধ জানিয়েছেন তিনি।
আজ সরজমিনে গিয়ে দেখা গেছে ওই সড়ক দুটিতে যানবাহনের কারনে যানজট অনেকটাই কম। এসময় চকবাজার ব্যবসায়ীরা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানান।