 
                                            
                                                                                            
                                        
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর এলাকা থেকে ইয়াবাসহ একজনকে আটক করেছে বরিশাল র্যাব-৮ এর অভিযানিক দল।
আজ শনিবার(৪এপ্রিল) দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে হেলাল হাওলাদার(২৫) নামের একজনকে আটক করে। র্যাব তাদের মেইল বার্তায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার কোতয়ালী থানাধীন জাগুয়া ইউনিয়নের চন্ডীপুর সাকিনস্থ চন্ডীপুর মোহম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে জনৈক হানিফ চাপরাশির চায়ের দোকানের পাশে মাদক ক্রয়/বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এসময় আটককৃত হেলালের কাছ থেকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এঘটনায় বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।