বরিশালে বানারীপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ প্রতিরোধ

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২ নভেম্বর শনিবার বানারীপাড়া  উপজেলা নির্বাহী অফিসার শেখ অাবদুল্লাহ সাদীদের হস্তক্ষেপে এবং বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়। বিশারকান্দি ইউনিয়নের উমারের পাড় এলাকার লাল মিয়ার মেয়ে ফাতেমা (১৭) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করেন। সেই সঙ্গে মেয়েটি প্রাপ্তবয়স্কা না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে প্রতিশ্রুতি দিয়ে মেয়েটির অভিভাবক এর পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, বানারীপাড়া উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে উপজেলা প্রশাসনের এ প্রয়াস অব্যাহত থাকবে।