বলিউডের উজ্জ্বল নক্ষত্র প্রথম ‘ফিমেল সুপারস্টার’খ্যাত তারকা শ্রীদেবী। মায়ের পদাংক অনুসরণ করে বলিউডের রুপালি পর্দায় অভিষেক হয়ে গেলো জাহ্নবী কাপুরের। তরুণ নায়ক ইশান খট্টরের সাথে জুটি বেঁধে মুক্তি পেয়েছে তার প্রথম ছবি ‘ধাড়াক’।
ছবিটির বক্স অফিসের খবর বলছে প্রথম ছবি হিসেবে শ্রীদেবী কন্যার সাফল্য চোখে পড়ার মতো। গত শুক্রবার (২০ জুলাই) রুপালি পর্দায় মুক্তি দেয়া হয়েছে ছবিটি। মুক্তির প্রথম দিনেই ৯ কোটি রুপি আয় করেছে তরুণ প্রেমের রোমান্টিক এই ছবি। ছবিতে আলাদা করে প্রশংসিত হয়েছে জাহ্নবীর অভিনয়। অনেকেই দাবি করছেন, মায়ের মতোই একদিন বড় নায়িকা হবে জাহ্নবী।
জানা গেছে, নতুন মুখ নিয়ে নির্মিত ছবির আয়ের তালিকার শীর্ষে চলে এলো ‘ধাড়াক’। এর আগে সব নতুন মুখদের নিয়ে নির্মিত ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র প্রথম দিনের আয় ছিলো ৮ কোটি রুপি। ধারনা করা হচ্ছে প্রথম দিনের আয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে প্রথম সপ্তাহেই বক্স অফিসে ঝড় তুলবে এই নবাগত দুই তরুণ তারকার জুটি।
পরিচালক শশাংক খাইতানের ছবিটি মূলত মারাঠি ‘সাইরাত’ ছবি থেকে অনুপ্রানিত। ‘ধাড়াক’ ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর।