ঘরের মাঠে বলতে গেলে নেইমার বিশ্বকাপটা মিস করেছেন। দলকে যে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল সেই তারকাকেই সেমিফাইনালে পায়নি ব্রাজিল। ইনজুরির কারণে খেলতে পারেননি জার্মানির বিপক্ষে। কিন্তু নেইমার নিজের দ্বিতীয় বিশ্বকাপে সুযোগটা নেবেন বলে মনে করেন সর্বকালের সেরা ফুটবলার পেলে।
তিনটি বিশ্বকাপ জেতা পেলে মনে করেন, নেইমার তার দ্বিতীয় সুযোগটা কাজে লাগাবে। বিশ্বকাপে জার্মানির বিপক্ষের হারের জ্বালাটা ভুলে যাবে। পেলে বলেন, ‘নেইমার এই দারুণ সুযোগটা এবার কাজে লাগাবে। এটা তার বিশ্বকাপ খেলার দ্বিতীয় সুযোগ। আর দ্বিতীয়বারের চেষ্টায় সে দেশের জন্য দারুণ কিছু করে দেখাতে পারে।’
জার্মানির বিপক্ষে ২০১৪ বিশ্বকাপে ইনজুরিতে পড়া নেইমারের জন্য দুভাগ্য এবং জার্মানির বিপক্ষে বড় হারটাও ব্রাজিলের জন্য অপ্রত্যাশিত বলে মনে করেন পেলে। তিনি বলেন, ‘গত বিশ্বকাপে সে ইনজুরিতে পড়ে এবং ব্রাজিল হেরে যায়। সে দারুণ একজন ফুটবলার। আমার মনে হয় এটা তার জন্য বিশ্বকাপ জেতার এবং গতবারের দুঃখ ভোলার অনেক অনেক বড় একটা সুযোগ। দেখা যাক সে ব্রাজিলের হয়ে কতটুকু করতে পারে।’
এবারের বিশ্বকাপে ব্রাজিলকে অন্যতম ফেরাবিট ভাবা হচ্ছে। বিশ্বকাপ জেতার জন্য ব্রাজিলের দারুণ এক দল আছে। এছাড়া অন্য যে কোন দলের থেকে ব্রাজিল দলে তারকা বেশি। প্রতিভাবান খেলোয়াড়েরও প্রাচুর্য আছে বলেও মনে করেন ১৭ বছর বয়সে বিশ্বকাপ জেতা পেলে। ব্রাজিলকে প্রথম বিশ্বকাপের ট্রফি এনে দেওয়া এই তারকা বলেন, ‘সবাই জানে ব্রাজিল দলে একক তারকা সবার চেয়ে বেশি।’
তবে বিশ্বকাপের দল গুছিয়ে নেওয়ার জন্য ব্রাজিলে কোচ তিতে বেশি সময় পাচ্ছেন না বলেনও জানান তিনি। তিতে দল গুছিয়ে নেওয়ার জন্য মাত্র মাস তিনেক সময় পেয়েছেন। তবে তিনি পেলের দৃষ্টিতে দারুণ এক কোচ। এছাড়া দলে তারকা বেশি থাকলেও দল হিসেবে খেলে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে বলে পেলে মতামত দেন।
এবারের বিশ্বকাপে কোন দলের শিরোপা উচিয়ে ধরার বেশি সুযোগ আছে সেটা বলা দুষ্কর বলে মনে করেন পেলে। চারটি বিশ্বকাপ খেলা পেলে বলেন, ‘ফুটবল মানে এক বক্স বিস্ময়। এবারের বিশ্বকাপের দলগুলোর সামর্থ্য প্রায় একই রকম। কোন দলকে আলাদা করে গুরুত্ব দেওয়া কঠিন। আমরা সব সময় আর্জেন্টিনা, স্পেন, ইতালি, ইংল্যান্ডকে ফেবারিট হিসেবে ধরি। এবার দেখুন ইতালি বাদ পড়ে গেল। এজন্যই আমি ফুটবলকে এক বক্স বিস্ময় বলি।’