ঢেলে সাজানো হলো গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র ইইই ল্যাব

লেখক:
প্রকাশ: ৬ years ago

নতুন করে ঢেলে সাজানো হয়েছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টমেন্টের ল্যাবরেটরি।  ল্যাবে স্থাপন করা হয়েছে মেশিন ল্যাবসেটসহ আধুনিক ও উন্নত প্রযুক্তির সব যন্ত্রপাতি। বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো: জিয়াউল আলম সুইচ টিপে মেশিন ল্যাবের উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইইই ডিপার্টমেন্টের লেকচারার মো: সাজ্জাদুল ইসলাম, শহীদুল ইসলাম, আবু জাফর মো: ওবাইদুল্লাহ, শাহরিয়ার ইমন মাশরাফিসহ ইইই বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বরিশাল -এর নথুল্লাবাদ সংলগ্ন ক্যাম্পাসে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ইইই বিভাগে রেগুলার ও ইভেনিং দু’টি প্রোগ্রামই চালু রয়েছে।
ইইই  বিভাগীয় প্রধান মো: জিয়াউল আলম বলেন, নতুন ল্যাবসেট স্থাপনের মাধ্যমে ইইই বিভাগ আরও বেশি সমৃদ্ধ হলো। তিনি ল্যাবসেট স্থাপনে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান জনাব সৈয়দা আরজুমান বানু নার্গিস-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।