????????????????????????????????????
#

শামীম আহমেদ ॥ ৪ বছরের ডিপ্লোমাকে ৩ বছরে রুপান্তরের অযৌক্তিক প্রস্তবনার প্রতিবাদে চোখে কালো কাপড় ও হাতে লোহার শিকলের জিঞ্জির পড়ে মানববন্ধন প্রতিকি বিক্ষোভ করেছে বরিশালস্থ সকল সরকারী-বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারন শিক্ষার্থীরা।

 

আজ বুধবার (৩১) আগস্ট প্রচন্ড ভাদ্রের রৌদ্র ক্ষড়তাপের মধ্যে নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে একর্মসূচি পালন করেন শিক্ষার্থী ছেলে-মেয়েরা।

এসময় বক্তব্য রাখেন ইলেক্টনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী গোলাম নবী,,তৌফিক,রাফাতুল,নাদিম মাহমুদ,রিয়াজুল ইসলাম,রবিউল ইসলাম, রনি শীল,মোঃ সজল,মোঃ জাবের ও সাফিকুল ইসলাম শাফিন।

 

বিক্ষোভ প্রদর্শনকালে বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, আমরা ৪ বছরের কারিগরি শিক্ষা অর্জন করার মাধ্যমে বাবা-মা সহ দেশের সম্পদ হয়ে বেড় হয়ে আসতে চাই।

শিক্ষামন্ত্রী দিপু মনির অযৌক্তিক সিদ্ধান্তের কারনে আমরা দক্ষ কারিগরি শিক্ষত হওয়ার চেয়ে আমাদেরকে অদক্ষ বানিয়ে ঝেড়ে ফেলতে চাইছেন।

 

আমরা সকল কারিগরি শিক্ষার্থী ছেলে-মেয়েরা মন্ত্রীর এধরনের সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়ে লাগাতার কর্মসূচি পালন করছি।

 

তারা আরো বলেন সরকার আমাদের দাবী পুরন করা না হলে সামনে আমরা দেশব্যাপি অরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন