অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা সালমান যিনি ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আশিকুর রহমানের ’সুপার হিরো’ চলচ্চিত্রের অভিনয় করেছেন। অন্যদিকে এমআইকিউ সাউথ এশিয়ান বিউটি কনটেস্ট এর ১ম রানার আপ, মেলবোর্ন ভিত্তিক মডেল, কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পী অনন্যা চক্রবর্তী।
এ দুজন একসঙ্গে বাংলাদেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুলের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। গানটির শিরোনাম ‘তুই তো জানিস’।
সম্প্রতি এ গানের ভিডিও প্রকাশ হয়েছে সেভেন টিউন ইন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে। তুই তো জানিস মনটা কি যে চায় / নে না বুঝে চোখের ঈশারায়-এমন কথার গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শিল্পী নিজেই।
অস্ট্রেলিয়াল দৃষ্টিনন্দন কয়েকটি স্থানে শুটিং করা হয়েছে ভিডিওটির। এটি পরিচালনা করেছেন শীনরা লি।
নতুন এ মিউজিক ভিডিওটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট নতুন একটি অডিও লেবেল। শুরুতেই ভালো ভালো গান প্রকাশ করে প্রতিষ্ঠানটি দর্শকে শ্রোতাদের কাছে পরিচিত হয়েছে। বিশেষ করে আসিফ ভাইয়ের কসম গান প্রকাশ করে আলোচনায় আসে লেবেলটি। প্রথম এই প্রতষ্ঠানটির সঙ্গে আমার কাজ করা। আশা করি গানটি সবার পছন্দ হবে। ‘