#

শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন সময় এ খবর এলো, যখন পুতিন নতুন করে ইউক্রেনে হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন।

ক্রেমলিন জানিয়েছে, শুক্রবার দিনের অধিকাংশ সময় ‘বিশেষ সামরিক অভিযানের’ দপ্তরে ছিলেন পুতিন। ইউক্রেনে রুশ অভিযানকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যা দিয়ে ক্রেমলিন।

 

প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, পুতিন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভের পাশে বসে আছেন।

সামরিক নেতাদের উদ্দেশে পুতিন বলেছেন, ‘আমরা প্রতিটি অভিযানের কমান্ডারদের কথা শুনবো এবং আমাদের দ্রুত ও মধ্যম হামলা সম্পর্কে আমি আপনাদের প্রস্তাব শুনবো।’

কিয়েভের বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি বড় অগ্রগতি অর্জন করেছ। এগুলো মধ্যে রয়েছে খারসন পুনরুদ্ধার। ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার শুরুর পর থেকে রুশ বাহিনী দখল করা একমাত্র বড় শহর ছিল এটি।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন