বিপিএলের শীর্ষ দশে দেশি বোলারদের দাপট

লেখক:
প্রকাশ: ৭ years ago

চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ম্যাচগুলো। সব মিলিয়ে এ পর্যন্ত ৩০ টি ম্যাচ খেলা হয়েছে।

আর বিপিএলে বোলিংয়ে দাপট চলছে দেশি বোলারদের।  শীর্ষ দশজনের মধ্যে বর্তমানে ৬ জনই দেশি।   ৪ জন বিদেশি ক্রিকেটার।

উইকেট শিকারের দিক দিয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সবার উপরে আছেন খুলনার আবু জায়েদ রাহি।  সেরা বোলিং ফিগার ৩৫ রানে ৪ উইকেট।

দ্বিতীয় স্থানে আছেন ঢাকার আবু হায়দার রনি তার উইকেট সংখ্যা ১২টি।  তৃতীয় স্থানে চিটাগাংয়ের তাসকিন আহমেদ তার উইকেট সংখ্যা ১২।   আর সমান ১১ উইকেট নিয়ে যথাক্রমে চতুর্থ স্থানে বিদেশি ক্রিকেটার পাকিস্তানি আফ্রিদি, পঞ্চম স্থানে সাকিব আল হাসান ও ছয়ে শফিউল ইসলাম ,

১০ উইকেট শিকার করে সাতে জেমস ফ্রাঙ্কলিন।   আর সমান ৯ উইকেট নিয়ে যথাক্রমে আটে পাকিস্তানি বোলার মোহাম্মদ সামি, নয়ে সুনীল নারিন এবং দশে মোহাম্মদ সাইফুদ্দিন।