#
ডেঙ্গুতে আতঙ্ক না হয়ে সচেতন হোন এই স্লোগান নিয়ে আজ ১৬ আগস্ট সকাল ১১ টায়, জেলা প্রশাসন বরিশাল এর উদ্যোগে। ঈদের পঞ্চম দিনে হাতেম আলি কলেজ চৌমাথা এলাকায়, জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। চৌমাথা এলাকায় ডেঙ্গু বিষয়ক লিফলেট বিতরণ করার পাশাপাশি সচেতনতার লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসন।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস। আরো উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শুরুতে ডেঙ্গু বাহি মশা এর বিস্তার রোধে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষে হাতেম আলি কলেজ চৌমাথা এলাকায় র‌্যালি করা হয়। চৌমাথা বাজারের আশেপাশে ফলের দোকান, চায়ের দোকান, হোটেল, মুদি দোকানসহ অন্যান্য দোকানগুলোতে ডেঙ্গু বিষয়ক গণসচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল উপস্থিত সাধারণ মানুষের সাথে ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন