আজ দেশের স্বাস্থ্য সেবার স্থানে চলছে হরিলুটের মেলা ॥ যুগ্ম মহাসচিব সরোয়ার

লেখক:
প্রকাশ: ৪ years ago

শামীম আহমেদ ॥ প্রাণঘাতী করোনার প্রাদুভাবের প্রায় সাড়ে তিন মাস প্রর প্রথমবারের মত ত্রান সহযোগীতা পেয়েছে জাতীয়তাবাদী ট্রাক শ্রমীকদলের সদস্যরা।

আজ বৃহস্পতিবার (২ই) জুলাই বেলা ১২টায় নগরের পশ্চিম কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক প্রাঙ্গনে জেলা ও মহানগর শ্রমীকদলের আয়োজনে উপহার সমগ্রী চাল দেওয়া হয়।

 

জানা গেছে বিএনপি চেয়ারপার্সণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড,মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নে দেড় শতাধিক ট্রাক শ্রমীক দলের কর্মহীন বেকার হয়ে পড়া সদস্যদের মাঝে উপহার সামগ্রী হিসাবে চাল তুলে দেন সরোয়ার।

 

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমীকদলের,কেন্দ্রীয় সহ-সম্পাদক জি এম ফারুক, বরিশাল জেলা ভারপ্রাপ্ত সভাপতি আঃ রব হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,মহানগর সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ ও বরিশাল জেলা ট্রাক শ্রমীকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন।

 

এসময় যুগ্ম মহাচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার বলেন, প্রাণঘাতী কোভিড করোনা ভাইরাসের সময় সকলেই সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচল করা সহ সকলেই মাক্স ব্যবহার করার আহবান জানান।

 

আজ সরকার সব ক্ষেত্রেই নিজেদের লোকদের দিয়ে কাজ করার কারনে সর্বক্ষেত্রে দূর্নীতিতে ছেয়ে গেছে। স্বাস্থ্য সেবার স্থানে চলছে হরিলুটের মেলা। আজ দেশে এত চিকিৎসা সেবা হাসপাতাল থাকার পরও সাধারন মানুষ সঠিকভাবে করোনার চিকিৎসা পাচ্ছে না।

 

আমরা শুনে যাচ্ছি চিকিৎসকদের সকল ধরনের সুযোগ-সুবিদা দেয়া হচ্ছে তাহলে মানুষ কেন চিকিৎসা পায় না।