মোরশেদ আলম, যশোর প্রতিনিধি:: যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল নামক এলাকায় রবিবার ভোরে খৈল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে গেছে। এ দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে চালকের সহকারি আহত হয়েছে।
জানা গেছে, নাটরের স্টেশন বাজারের শ্রী ধীরেন্দ্র নাথ ঘোষ অয়েল মিল থেকে ২৪০ বস্তা খৈল নিয়ে ঢাকা মেট্রো-ট ১৬২৯৩১ নম্বরের একটি ট্রাক চুকনগর বাজারের শাওন এন্টারপ্রাইজের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল নামক এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খৈলবাহী ট্রাকটি সড়কের পাশে আবুল কাশেমের মাছের ঘেরে পড়ে যায়।
এ সময় চালকের সহকারি জিয়ারুলের মাথা ও হাত কেটে আহত হয়। ট্রাক চালক উজ্জ্বল ও তার সহকারি জিয়ারুলের বাড়ি পাবনা সদর উপজেলার ইসলামগাতী গ্রামে।
খবর পেয়ে সকালে চুকনগর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।