কেনিয়াতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৮ জনের মৃত্যু, আহত ৫

লেখক:
প্রকাশ: ৬ years ago

কেনিয়াতে উৎসবের মৌসুমে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার রাতে দেশটির মধ্যাঞ্চলীয় কিয়ানুগু এলাকার নেইরি-নেয়াহুরুরু সড়কে এক মিনিবাস দুর্ঘটনায় একই পরিবারের আটজন নিহত হয়েছে।

এ ব্যাপারে আঞ্চলিক ফৌজদারি তদন্ত কমান্ডার গিডিওন কিবুঞ্জা বুধবার বার্তা সংস্থা- সিনহুয়াকে জানিয়েছেন, নিহতরা মুরাংগয়ের একটি শেষকৃত্য অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়।

এসময় তিনি আরও জানান, ‘এতে দুই বছরের এক শিশুসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয় এবং তিনজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছে।’

সূত্র: সিনহুয়া