র্যাপিড এ্যাকশন ব্যাটালিয় র্যাব-৮ এর অভিযানে ২৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৮হাজার তিনশত সাইত্রিশ টাকা সহ চারজন চিহ্নিত মাদকব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বিকেলে ঝালকাঠির নলছিটির তিনটি স্পটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো (১) মোঃ সোহেল খান(৩০), পিতাঃ মোঃ লতিফ খান, সাং- মধ্য কামদেবপুর, (২) মোঃ খলিলুর রহমান(২৫), পিতাঃ মোঃ ফারুক খান, সাং- গোদন্ডা, (৩) মোঃ সোহেল খান(২৫), পিতা- আব্দুল খালেক খান, সাংঃ সুবিদপুর এবং (৪) মোঃ শাহিন খান(৪২), পিতাঃ মৃত মোসলেম আলী খান, সাংঃ সুবিদপুর, সর্ব থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি ।
পরে এ বিষয়ে র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার এবং ডিএডি মোঃ আব্দুল মোন্নাফ বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেন। এক মেইল বার্তায় বরিশাল বাণীকে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব-৮।