খলিফা মাইনুল : মাদক একটি সামাজিক অবক্ষয় । যার পরিনতি ভয়ানক মৃত্যু , তারপরেও মাদকের নেশাগ্রস্ত হচ্ছে নতুন প্রজন্ম , প্রতিনিয়ত মাদকের পিছনে ছুটছে তারা । দেশের অধিকাংশ ছেলে মেয়েরা মাদকের নেশায় জীবনকে করছে ধ্বংস । হতাশার ভিতরে জীবন কাটাচ্ছে অভিবাবক বৃন্ধ । অভিবাবকরা জানান ,আমাদের চোখকে ফাকি দিয়ে ছেলে -মেয়েরা মাদকের দিকে হাত বাড়াচ্ছে, কোন ভাবেই ফেরানো যাচ্ছে না তাদের।
মাদকের ছোবলে করছে ভবিষ্যৎ অন্ধকার। সমাজ বিশ্লেষকরা মনে করেন, অল্প বয়স্ক ছেলে মেয়েদের হাতে এন্ড্রয়েড মোবাইল থাকায় অবাধ প্রযুক্তি এবং অপ-সা;স্কতির মাধ্যমে অন্ধকারে দিকে হাত বাড়াচ্ছে তারা। আর এদের ভিতরে বেশিরভাগই তরুন-তরুনী । সমাজের নতুন প্রজন্মের দিকে তাকালে কেমন যেন একটা হতাশার ছায়া পরিলক্ষিত হয়। আর এই হতাশা থেকেই তরুন সমাজ নানান ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে । তারা নেশা করছে , নেশার খরচ যোগানোর জন্য বিভিন্ন ধরনের বড় অপরাধ করছে। ফলে পিছিয়ে পড়ছে তরুন সমাজ, দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। তাই প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আইনে হাতে তুলে দিতে হবে ।