উত্তাল মেঘনায় প্রানে রক্ষা পেল বরিশালগামী পাঁচ শতাধিক যাত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

শনিবার (২১ অক্টোবার) সাড়ে ১১ টার দিকে চাঁদপুর ত্রীনদী মোহনার অংশে এ ঘটনা ঘটে। অল্পের জন্যে রক্ষা পেয়েছে ৬ শতাধিক যাত্রী।

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ ইমরান জানায়, প্রচণ্ড বাতাসে বিকট শব্দে প্রথমে লঞ্চের সামনের অংশের গ্লাস ফেটে চৌচির হয়ে যায়। তার

 কিছুক্ষণ পরেই লক ভেঙ্গে প্রধান গেটটি খুলে যায়, এতে গেটটি আর বন্ধ করা সম্ভব হয়নি এবং পচন্ড ঢেউয়ে ভেতরে পানি প্রবেশ করতে থাকে। এ পরিস্থিতি যাত্রীরা চিৎকার দিতে থাকে। পরে অনেকটা জোরপূর্বকভাবে লঞ্চ কর্তৃপক্ষকে বাধ্য করে চাঁদপুর ঘাটে ভিড়ানো হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত( বিকেল সাড়ে পাঁচটা) লঞ্চটি চাঁদপুর রকেট ঘাটে অবস্থান করছে।

এ ব্যাপারে মুঠোফোনে গ্রীন লাইন কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, জাহাজটি মেরামতের উদ্দেশ্যে অল্প সময়ের ভিতর ঢাকায় নেওয়া হবে।মেরামত শেষ করে পরবর্তী যাত্রা করবে তারা।    অার যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌছে দেওয়া হবে বলেও তিনি জানান।