দাম বাড়বে স্মার্টফোনের

লেখক:
প্রকাশ: ৫ years ago

২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে দাম বাড়বে আমদানী করা স্মার্টফোনের।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, বর্তমানে ফিচার ফোন ও স্মার্টফোনের আমদানি শুল্ক ১০ শতাংশ। প্রস্তাবিত বাজেটে ফিচার ফোনের জন্য আমদানি শুল্ক ১০ শতাংশ রেখেই স্মার্টফোনের জন্য তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

তিনি বলেন, দেশের অপেক্ষকৃত নিম্নআয়ের জনগোষ্ঠী ফিচার ফোন ব্যবহার করায় এই ফোনের আমদানি শুল্ক বাড়ানো হয়নি।

আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে আগামী বাজেট ১২ দশমিক ৬১ শতাংশ বড়। আগামী ৩০ জুন এই বাজেট পাস হবে।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা (৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা) ধরা হয়েছে তা দেশের মোট জিডিপির ১৩ দশমিক ১ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা, এনবিআর-বহির্ভূত কর ১৪ হাজার ৫০০ কোটি, কর ব্যতীত প্রাপ্তি ৩৭ হাজার ৭১০ কোটি টাকা।