#

রংপুরের বিশিষ্ট শিল্পপতি, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসা (৮৭) আর নেই। শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুপুরে মরহুমের কনিষ্ঠ পুত্র কামরুল ইসলাম ভরসা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাবা কিছু দিন আগেও করোনাভাইরাসে আক্রান্ত হন। পারিবারিক বিরোধসহ বিভিন্ন জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ হয়নি।

 

করিম উদ্দিন ভরসা রংপুরের বিড়ি শিল্পনগরীখ্যাত কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে রংপুরের জাতীয় পার্টিসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন