এ মাসেই হামলা চালাবে ভারত: পাকিস্তান

লেখক:
প্রকাশ: ৬ years ago

পাকিস্তানে এপ্রিল মাসে আবার একটি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশি রবিবার এ কথা বলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত হামলা চালাতে পারে এমন তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে আছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

কুরেশি বলেন, এ মাসের ১৬ ও ২০ তারিখের মধ্যে হামলা চালাতে পারে ভারত। ইতিমধ্যে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী পাঁচ সদস্যকে এ হামলার বিষয়ে পাকিস্তান জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এপ্রিলে ভারত হামলা চালাতে পারে এবিষয়ে তাদের (পাকিস্তান) কাছে কি প্রমাণ আছে এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত কিছু জানাননি।

অন্যদিকে এ হামলার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে এক জঙ্গি হামলায় ভারতের ৪৩ জনের বেশি জওয়ান নিহত হয়েছে। এছাড়া ওই হামলায় ৪০ জনের বেশি সেনা আহত হয়। এ হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এছাড়া এরপর এনিয়ে দেশ দুইটি একে অপরের সীমান্ত ভেদ করে কয়েক দফায় হামলা চালায়।