সাড়ে ৫ ঘন্টার অভিযান, চাঁদুপুরের মেঘনায় ২২ জেলে আটক।

লেখক:
প্রকাশ: ৬ years ago

সোহেল আহমেদ: সন্ধ্যা ৭টা থেকে রাত ১২ঃ৩০ মিনিট পর্যন্ত দীর্ঘ সাড়ে ৫ ঘন্টার যৌথ অভিযানে চাদপুর সদর ও হাইমচর এলাকার মেঘনা নদী থেকে অবৈধ জাটকা ইলিশ ধরার অপরাধে রেকর্ডসংখ্যক ২২জন জেলেকে গ্রেফতার করা হয়। এ সময় মাছ ধরার ৩ টি ট্রলার বিকল করা হয়, ২০০ কেজি জাটকা ইলিশ ও ৫০,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় ।

আটককৃত আসামীদের মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক।

অভিযানে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ অাল মাহমুদ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক, সদর নৌ থানার অফিসার ইন চার্জ মোঃ আবু তাহের, হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব হাসান, সদর নৌ থানা ও নীলকমল নৌ ফাড়ির পুলিশ সদস্যবৃন্দ, সদর ও হাইমচর উপজেলার কোস্টগার্ড সদস্যবৃন্দ।