রং সাইডে গেলে সাংসদকেও জরিমানা: কাদের

লেখক:
প্রকাশ: ৬ years ago

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ট্রাফিক আইন উপেক্ষা করলে কাউকেই ছাড় দেবেন না। এমনকি সংসদ সদস্য নিজাম হাজারীও যদি যানজট উপেক্ষা করে রং সাইড দিয়ে গাড়ি নিয়ে যেতে চান তাকেও জরিমানা করবেন।

রোববার ফেনীর সার্কিট হাউজে যানজট নিরসনে  করণীয় নির্ধারণ বিষয়ক সভায়ি ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এই সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারী সভায় উপস্থিত ছিলেন।

সভায় যানজট নিরসনে তৎপর হতে চট্টগ্রাম বিভাগের সব স্তরের প্রশাসনের কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক নেতাদের নির্দেশ দেন মন্ত্রী।