জার্গেন ক্লপ তার দল লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নিয়ে গেছেন। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে ম্যান সিটিকে বিধ্বস্ত করে শেষ চারে উঠেছে সালাহ-ফিরমিনহোরা। কিন্তু সাবেক বরুশিয়া ডর্টমুন্ড কোচ বার্সার হারকে কৌতুকের মতো মনে করছেন। প্রথম লেগে বার্সার মাঠে ৪-১ ব্যবধানে হারের পর রোমা তাদের মাঠে ৩-০ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ক্লপ এই ফলাফল বিস্মিত হয়েছে বলে জানান।
ইতিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওয়ালার ম্যান সিটির বিপক্ষে লিভারপুলের ম্যাচ শেষ হওয়ার পরপরই বার্সার হারের খবর শুনেছেন বলে জানান জার্গেন ক্লপ। জার্মান কোচ ক্লপ বলেন, ‘বার্সার ফলাফল আমার কাছে কৌতুক মনে হয়েছে। আমি রোমার উপর পূর্ণ সম্মান রেখেই বলছি। তারা দারুণ একটি দল। কিন্তু সালাহ লিভারপুলে চলে আসলে তাদের শক্তি আগের থেকে কমে গেছে। যদিও তারা এখনো অনেক ভালো দল।’
এরপর কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শুরুর আগে ক্লপ বার্সেলোনা এবং ম্যানচেস্টার সিটি ফাইনাল খেলবে বলে ধারণা করেছিলেন বলে জানান। তিনি বলেন, ‘আমি অবাক হয়েছি। আমি ভেবেছিলাম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনা এবং ম্যানচেস্টার সিটি খেলবে। কিন্তু দু’দলই বাদ পড়ে গেছে।’
এসময় সেমিফাইনাল নিয়েও কথা বলেন কোচ। তিনি বলেন, ‘আমি শেষ চারে অন্য যে দলগুলো উঠবে তাদের সঙ্গে নিজেদের তুলনা করব না। গত ২০ বছরে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ সম্ভব্য সবকিছু জিতেছে। কিন্তু বলতে গেলে দল হিসেবে লিভারপুল কিছুই জেতেনি। আমরা কেবল একটি দল হিসেবে উন্নতি করছি। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল রাতারাতি জেতা সম্ভব না। তবে আমাদের দিনে আমরা যে কোন দলকে হারাত পারি।’
কোয়ার্টার ফাইনালে লিভারপুল প্রিমিয়ার লিগের দল ম্যান সিটিকে দুই ম্যাচেই হারিয়েছে। এছাড়া ক্লপ ম্যানি সিটি কোচ পেপ গার্দিওয়ালাকে এক মৌসুমে পরপর তিন ম্যাচ হারানোর রেকর্ড গড়েছে যা আগে কেউ পারেনি। জার্মান এই কোচ সেমিতে আত্মবিশ্বাসের কথা উল্লেখ করে বলেছেন, ‘আমরা জানি তারা (রিয়াল, বায়ার্ন, জুভেন্টাস)বিশ্বের সেরা দল। কিন্তু আমরা তাদের যে কাউকে হারাতে পারবো এই আশা রাখি।’