রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

লেখক:
প্রকাশ: ৭ years ago

কোটা সংস্কারের দাবিতে বুধবারও আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে তারা পান্থপথ, তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওইসব এলাকায় তীব্র যানজন সৃষ্টি হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ধানমন্ডিতে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ফার্মগেটের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে স্লোগান দিচ্ছেন।

এরআগে মঙ্গলবারও  বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের আন্দোলনের কারণে মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে রামপুরা থেকে বসুন্ধরা পর্যন্ত বীরউত্তম রফিকুল ইসলাম এভিনিউ এবং প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন নাগরিকরা।

রামপুরা ব্রিজের কাছে ইস্ট ওয়েস্ট, বসুন্ধরা গেটে নর্থ সাউথ, ইনডিপেনডেন্ট ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এআইইউবি এবং নতুনবাজার এলাকায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবারও রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে আধাঘণ্টা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার তারা একই জায়গায় অবস্থান নিলে রামপুরা ব্রিজ হয়ে বাড্ডাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইউআইটিএসের শিক্ষার্থীরা অবস্থান নেন ভাটারা থানার সামনে থেকে শুরু করে বাড্ডা-রামপুরাগামী সড়কে। ফলে রামপুরা থেকে নতুন বাজার হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান গেটে অবস্থান নেন। পরে ইনডিপেনডেন্ট, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ও এআইইউবির শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিলে প্রগতি সরণির দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।