আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের সমাবেশ নিয়ে কিছু মিডিয়া নেতিবাচকভাবে প্রচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, কিছু কিছু মিডিয়া আমাদের বিশাল জনসভাকে বিশাল বলতে লজ্জা পায়। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাপ্য প্রচারটাও করছে না। অন্যদিকে একটি দলের পক্ষে আদাজল খেয়ে নেমেছে।
সোমবার বিকেলে নগর ভবনে ৭ মার্চের জনসভা উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘আগামী ৭ মার্চের জনসভা আওয়ামী লীগ নেতাকর্মীদের জনসভা নয়, এটি জনগণের জনসভা। এটা স্বাধীনতাপ্রিয় মানুষের সমাবেশ। যে ভাষণ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বিশ্ব স্বীকৃতির প্রেক্ষাপটে খুবই গুরুত্ব বহন করছে। বিশ্ব স্বীকৃতির পর এবারই প্রথম ৭ মার্চ উদযাপন করতে যাচ্ছি আমরা।
ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্য নেতাকর্মীরা।