ভোলার সর্বদক্ষিণের চরফ্যাশন উপজেলাকে দেশের অন্যতম সেরা পর্যটন এলাকায় রূপান্তর করতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বহুতল ভবন ‘জ্যাকব টাওয়ার’ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। গতকাল বুধবার সুউচ্চ এই টাওয়ারের উদ্বোধনের আগে ফ্যাশন স্কয়ারে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হয়। এছাড়াও এদিন অধ্যক্ষ নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, বেগম রহিমা ইসলাম ডিগ্রি কলেজ, নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ ও রসুলপুর-এওয়াজপুর মৈত্রী সেতুর উদ্বোধন করেন তিনি।
৭৫ ফুট মাটির নিচ থেকে ৭০টি পাথর ঢালাই পাইলিং ফাউন্ডেশনের উপর স্টিল কাঠামোর আট মাত্রার ভূমিকম্প সহনশীল ১৭ তলা বিশিষ্ট এই টাওয়ারটির উচ্চতা ২২৫ ফুট। ভোলার চরফ্যাশনে ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি স্থপতি কামরুজ্জামান লিটনের নকশায় জ্যাকব টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে চরফ্যাশন পৌরসভার উদ্যোগে এটি নির্মাণে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। টাওয়ারে রয়েছে ১৬ জন ধারণ ক্ষমতাসম্পন্ন সম্পূর্ণ ক্যাপসুল লিফট। এক হাজার বর্গফুটের ১৭ তলার উপরে দাঁড়িয়ে বাইনোকুলারের মাধ্যমে ১০০ কিলোমিটার দূর পর্যন্ত দেখা যাবে দক্ষিণের সবুজের বুক চিরে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, চর কুকরি মুকরির মায়াবী হরিণসহ অনেক কিছু।
জ্যাকব টাওয়ার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আযম মুকুলসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
এদিকে, আজ বৃহস্পতিবার জেলার সদর উপজেলার বাংলাবাজার এলাকায় নবনির্মিত স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করা হবে। ‘তোফায়েল আহমেদ ট্রাস্টি বোর্ড’ এর উদ্যোগে নির্মিত এই স্বাধীনতা জাদুঘরের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্পাদনা : সৈয়দ নূর-আলম