বরিশাল বিভাগের সকল স্কুল-কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান বন্ধের ঘোষণা

লেখক:
প্রকাশ: ৬ years ago
বরিশাল

বরিশাল বিভাগের সকল বেসরকারি স্কুল-কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। আজ সোমবার শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সদস্য অধ্যক্ষ সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে জাতীয় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি আহুত অবিরাম ধর্মঘটের কর্মসূচি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীকাল ২০ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। এরই মধ্যে কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি যে নির্দেশনা দিবে তা বরিশালের সকল বেসরকারি স্কুল-কলেজে পালন করার দৃঢ় প্রত্যয় থাকবে। চলমান অবিরাম ধর্মঘট চলাকালীন সময়ে যারা ধর্মঘট পালন করেছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। যারা অবিরাম ধর্মঘটের ব্যত্যয় ঘটিয়ে প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম যেমনঃ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করছেন তাদের প্রতি ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

চলমান এ আন্দোলন থামবে না যতক্ষন পর্যন্ত শিক্ষা জাতীয়করণ না হবে। আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের জন্য সকলকের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির বরিশাল বিভাগীয় সমন্বয়ক অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল, আহ্বায়ক অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, আব্দুল খালেক, অধ্যক্ষ গৌরঙ্গ চন্দ্র কুন্ডু, অধ্যক্ষ জলিলুর রহমান, ফিরোজ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহম্মেদ, মোজাম্মেল হক, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যক্ষ মশিউর রহমান, রেজাউল করিমসহ প্রমুখ।