বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে আজ বুধবার (১৫ নভেম্বর, ২০২৩) সরে দাঁড়ান বাবর আজম। তার পরিবর্তে পাকিস্তান টি-টোয়েন্টি ও টেস্ট দলের দলের অধিনায়ক করা হয়েছে শাহীন আফ্রিদিকে। তার ডেপুটি করা হয়েছে শান মাসুদকে। যেহেতু কাছাকাছি সময়ে পাকিস্তানের কোনো ওয়ানডে সিরিজ নেই তাই কেবল টেস্ট ও টি-টোয়েন্টির জন্য অধিনায়ক এবং সহ-অধিনায়ক নির্বাচন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি আরও জানিয়েছে, তারা বাবর আজমকে টেস্টের অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু বাবর তাতে রাজি হননি। তার পরিবারের সঙ্গে আলোচনা করে তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকেই সরে দাঁড়ান।
আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। সেটা দিয়েই শাহীন আফ্রিদির অধিনায়ক যুগের সূচনা হবে। এরপর জানুয়ারি মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তারপর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ।