#

বাড়তি দামে লবণ বিক্রি রোধে বরিশালে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। বাড়তি দামে লবণ বিক্রির অভিযোগে বরিশালের ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, এ ব্যাপারে গোটা বরিশালে প্রশাসন সজাগ রয়েছে। বাড়তি দামে লবণ বিক্রির অপরাধে বরিশালের ৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লবণের দাম বেশি রাখায় ২ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তা মো. শাহ শোয়াইব মিয়া।

এছাড়াও লবণ নিয়ে গুজব ছড়ানো ও মূল্য বৃদ্ধি রোধে মাঠে নেমেছে বরিশাল সিটি করপোরেশেন (বিসিসি)।

বিসিস’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরের পর থেকে তারানগরের চকবাজার, বাজার রোড, স্ব রোড, হাটখোলা ও সদর রোড এলাকায় অভিযান চালানো হয়। এসময় অভিযানিক দলটি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন ও লবণ সংক্রান্ত গুজবে কান না দেওয়ার আহ্বান জানায়।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, গুজব প্রতিরোধে আমরা সতর্ক ও সচেষ্ট রয়েছি।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন