অচিরেই সাংবাদিক শুভর উপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস ওসি আনোয়ার হোসেনের

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সদস্য ও দৈনিক সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক এম আর শুভকে কুপিয়ে জখমের তিনদিন অতিবাহিত হলেও গ্রেফতার হয়নি অভিযুক্তরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের নেতৃবৃন্দ। তারা অতিদ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সাথে সাক্ষাত করে এই দাবি জানান নিউজ এডিটরস্ কাউন্সিলের নেতৃবৃন্দ।

এসময় কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন আশ্বস্থ করে বলেন, ‘আমরা বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছি। আমরা বসে নেই। আমাদের পাঁচটি টিম বিষয়টি নিয়ে কাজ করছে। যাতে নির্দোষ মানুষ অযথা হয়রানী না হয় সে বিষয়টি লক্ষ্য রেখে আমাদের কার্যক্রম চালালিয়ে নিচ্ছে। আশাকরি খুব শিঘ্রই আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

এদিকে, নিউজ এডিটরস্ কাউন্সিলের নেতৃবৃন্দ জানিয়েছেন, ‘দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে মানববন্ধনসহ আন্দোলন কর্মসূচি গ্রহণ করবেন তারা।

সৌজন্য সাক্ষাতকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতবরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি খান রুবেল, নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, প্রচার সম্পাদক মজিবর রহমান নাহিদ, বরিশাল অনলইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক মুরাদ হোসেন, সদস্য অপূর্ব বাড়ৈ, তানজিমুল রিসাদ, বিশ্বজিৎ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।