ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে দারুণ খেলা বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য ৩৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ লাখ টাকা পুরো দলের জন্য আর ১০ লাখ টাকা হচ্ছে পারফরম্যান্স বোনাস।
রোববার রাজধানীর একটি হোটেলে এই ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এর আগে পাপন মেয়েদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন, তাদের সঙ্গে কেক কেটে ঐতিহাসিক এই অর্জন উদযাপন করেন।
দুপুরে যাবতীয় কার্যক্রম শেষে বিকেলে বিসিবি সভাপতি মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। এ সময় তিনি বোনাসের প্রশ্নে বলেন, ‘সাধারণত সিরিজ জিতলে আমরা বোনাস দেই। তবে এবার সিরিজ না জিতলেও, প্রথম ওয়ানডে জিতেছে ভারতের সাথে… এজন্য এবং শেষ ম্যাচে টাই করলো। এছাড়া আমাদের সেঞ্চুরি আছে একটা, বেশ কয়েকটা মেয়ে খুব ভালো পারফর্ম করেছে।’
‘এই সব কিছু মিলিয়ে আমরা যেটা করেছি, শুধু ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা, এর সঙ্গে যারা পারফর্ম করেছে যেমন সেঞ্চুরির জন্য আলাদা ২ লাখ এবং যারা ভালো করেছে ওদের জন্য আলাদা আলাদা টাকা, এভাবে আমরা দিয়েছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে’ -আরও যোগ করেন বিসিবি সভাপতি।
ভারতের বিপক্ষে মেয়েরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ জিতে। ওয়ানডেতে এই প্রথম ভারতের বিপক্ষে জয়ের কৃতিত্ব অর্জন করে লাল সবুজের প্রতিনিধিরা।
মেয়েদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বিসিবি সভাপতি বলেন, ‘মেয়েদের দলকে আমরা যতটা দুর্বল মনে করি। তারা কিন্তু তাদের এত দুর্বল মনে করে না। তারা যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন, সাহস নিয়ে খেলে। প্রথম ওয়ানডে জিতলো, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। বলি যে তোমরা বোনাস পাবে।’
‘একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।’ -আরও করেন পাপন।