বাখমুতে রাশিয়া ও ইউক্রেনের শত শত সেনা নিহত

লেখক:
প্রকাশ: ২ years ago

বাখমুতের জন্য লড়াইয়ে ২৪ ঘন্টায় শত শত সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন ও রাশিয়া। শনিবার দুই দেশের পক্ষ থেকে পাল্টপাল্টি এ দাবি করা হয়েছে।

ইউক্রেনের সামরিক মুখপাত্র সেরহি চেরেভাতি জানিয়েছেন, বাখমুতে মস্কোপন্থী ২২১ সেনা নিহত এবং তিন শতাধিক আহত হয়েছে।

 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা দাবি করেছে, বৃহত্তর দোনেতস্ক অংশে ২১০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

অবশ্য মস্কো বাখমুত হতাহতের সংখ্যা উল্লেখ করেনি। বর্তমানে প্রায় জনশূন্য পূর্ব দোনেতস্কের শহরটিতে এক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।

উভয় পক্ষই বাখমুতে ক্ষতির কথা স্বীকার করেছে এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন।

 

ব্রিটিশ সামরিক গোয়েন্দারা শনিবার জানিয়েছে, রাশিয়ার ভাড়াটে সেনা গোষ্ঠী ওয়াগনার বাখমুতের পূর্বাঞ্চলের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দৈনিক গোয়েন্দা বুলেটিনে বলেছে, ‘শহরের কেন্দ্রে, বখমুটকা নদী এখন যুদ্ধের সম্মুখ সারি হিসেবে চিহ্নিত হচ্ছে।’

ইউক্রেন দাবি করেছে, তারা বাখমুত ধরে রেখেছে এবং রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ‘শালীন প্রতিশোধ’ নিচ্ছে।