সাইকেলে কাশ্মীর থেকে বাংলাদেশে ভারতীয় তরুণী

লেখক:
প্রকাশ: ২ years ago

সাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে শান্তির বার্তা পৌঁছে দিতে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশ এসেছেন ভারতীয় তরুণী ছাবিতা মাহাত।

 

দিনাজপুরের হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শনিবার দুপুরে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। পরে ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষে জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন।

ভারতীয় শিক্ষার্থী ছাবিতা মাহাত জানান, তার বাড়ি কাশ্মীর তিনি নেপাল, ভুটান, শ্রীলংকা ভ্রমণ শেষে এবার বাংলাদেশে এসেছেন। প্রতিদিন ১৫০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেন তিনি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদীউজ্জামান বলেন, আমরা ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষ করে বাংলাদেশ ভ্রমণে তাকে সহযোগিতা করেছি।