সাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে শান্তির বার্তা পৌঁছে দিতে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশ এসেছেন ভারতীয় তরুণী ছাবিতা মাহাত।
দিনাজপুরের হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শনিবার দুপুরে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। পরে ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষে জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন।
ভারতীয় শিক্ষার্থী ছাবিতা মাহাত জানান, তার বাড়ি কাশ্মীর তিনি নেপাল, ভুটান, শ্রীলংকা ভ্রমণ শেষে এবার বাংলাদেশে এসেছেন। প্রতিদিন ১৫০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেন তিনি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদীউজ্জামান বলেন, আমরা ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষ করে বাংলাদেশ ভ্রমণে তাকে সহযোগিতা করেছি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com