ইউক্রেনে হামলার নেতৃত্ব দেওয়ার জন্য রাশিয়া নতুন এক জন জেনারেল নিয়োগ দিয়েছে। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সেনারা গত মাসে রাশিয়ার দখল করা কৌশলগত গুরুত্বপূর্ণ শহর লাইম্যান ঘিরে ফেলে। এই শহরটিকে রাশিয়ার দখল করা দোনেতস্ক অঞ্চলের উত্তরে রসদ ও পরিবহন কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছিল। শেষ পর্যন্ত গত সপ্তাহ শহরটিকে পিছু হটতে বাধ্য হয় মস্কোর সেনারা। সম্প্রতি রাশিয়ার কাছ থেকে আরও কিছু এলাকা পুনরুদ্ধার শুরু করেছে ইউক্রেনীয় সেনারা। এসব ঘটনায় রুশ সেনাবাহিনীর নেতৃত্বের সমালোচনা শুরু হয় দেশের অভ্যন্তরে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জেনারেল সের্গেই সুরোভিকিনকে আক্রমণাত্মক অভিযানের জন্য ‘বিশেষ সামরিক অভিযানের এলাকায় বাহিনীর যুগ্ম গ্রুপ কমান্ডার’ নিযুক্ত করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইট অনুসারে, সুরোভিকিনের বয়স ৫৫ বছর। তিনি সাইবেরিয়ার নভোসিবিরস্কে জন্মগ্রহণ করেন। তাজিকিস্তান ও চেচনিয়ায় ১৯৯০-এর দশকের সংঘাতে এবং সম্প্রতি সিরিয়ায় তার যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে।