#

আজ ১৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় গ্রামবাংলা উন্নয়ন কমিটির আয়োজনে। বরিশাল সার্কিট হাউস হল রুমে বরিশাল বিভাগে বাংলাদেশের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন প্রকল্পের সূচনা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল, মোঃ খায়রুল আলম সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ, মোঃ মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন নির্বাহী পরিচালক গ্রাম উন্নয়ন কমিটি, কে এম মাকসুদ, তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ, টেকনিক্যাল অ্যাডভাইজার ইউনিয়ন, সৈয়দ মাহবুবুল আলমসহ বিভিন্ন অতিথি বৃন্দরা, সরকারি-বেসরাকারি, ডাক্তার, শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়নে গ্রাম বাংলার উন্নয়ন কমিটি কাজ করছে আর প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে সেভ দি কোস্টাল পিপল।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন