বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরউলালঘুনী-সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানাত জামান। ওসি হাসানাত জামান জানান, নিখোঁজ অনিকের সন্ধানে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুররিদল তল্লাশি অভিযান চালাচ্ছে।
জানা যায়, ছাত্র অনিক হাওলাদার (১৪) চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের ফয়েজ আহম্মেদের ভাড়াটিয়া বাবুল হাওলাদারের ছেলে। অনিক মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
নিখোঁজ অনিকের বাবা বাবুল হাওলাদার জানান, তিন বন্ধুর সঙ্গে কীর্তনখোলা নদীতে গোসল করতে নামে অনিক। গোসল শেষে সঙ্গের তিন বন্ধু তীরে উঠলেও স্রোতের টানে অনিক ভেসে যায়।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন। ঘটনাস্থলে তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। নিখোঁজ অনিককে উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।