বরগুনার পায়রা নদীতে ইঞ্জিন বিকল হয়ে পণ্যবাহী ট্রলার ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
সোমবার (৬ জুন) দুপুর ২টার দিকে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ক্যাপ্টেন হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নদীর শশাতলী এলাকা থেকে কমল সমাদ্দার (৪০) ও চাড়াভাঙা এলাকা থেকে আবদুল খালেকের (৫০) মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার রাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চড়াভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি বরগুনা থেকে তালতলী বাজারে পণ্য নিয়ে আসছিলো। এসময় ট্রলারে থাকা পাঁচ শ্রমিক তীরে উঠতে পারলেও তারা নিখোঁজ ছিলেন।
ফায়ার সার্ভিস তালতলী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, তালতলী ফায়ার সার্ভিস ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুদিন অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।